ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ভালুকায় কুমারঘাট সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২১ নভেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৭ কোটি ২ লাখ ৭ হাজার ৮০৩ টাকা ব্যয়ে কুমারঘাট সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ২০মিনিটের দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমারঘাট সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

ভালুকা উপজেলা এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, কুমারঘাট সেতুর ৯০মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫ মিটার প্রস্থের সেতুটির কাজ ২০২০ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জামালপুরের চৌধুরী এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ৭ কোটি ২ লাখ ৭ হাজার ৮০৩ টাকা ব্যয় ধরে সেতুটি নির্মাণের কার্যাদেশ পেয়েছেন। সেতুটির কাজ আগামী ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকার ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন ঢালী, মেদুয়ারী ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. লোকমান হেকিম সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর মজিদ মাষ্টার, মেদুয়ারী পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ইউপি সদস্যরাসহ আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়