ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ১১ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। 

তিউনিসিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ এ কথা জানায়।

১৬ থেকে ৫০ বছর বয়সী বাংলাদেশি এসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

তিউনিসিয়ার নৌবাহিনী জানায়, এসব বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়েন। যাত্রার তিনদিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন।

সেখান থেকে তাদের উদ্ধার করে জারজিসে নিয়ে যায় তিউনিসিয়ার নৌবাহিনী। পরে সেখান থেকে তাদেরকে বেন গুয়ারদানে এল টেফ শহরে স্থানান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ১২৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। এদের মধ্যে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। এই উদ্ধার হওয়াদের মধ্যে ১২ জন বাংলাদেশি ছিলেন। 

সর্বশেষ
জনপ্রিয়