ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভোলায় করোনায় ক্ষতিগ্রস্ত ৭০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭, ১৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত ৭০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে। সদর উপজেলা ভবন চত্বরে অসহায় বেদে, হরিজন, তৃতীয় লিঙ্গ, মুচি, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান।

ইউএনও বলেন, দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের প্রতিটি মানুষের খোঁজ রাখছেন এবং তাদের জন্য উপহার পাঠাচ্ছেন। অসহায়দের কথা চিন্তা করেই সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। দেশে যতদিন করোনাভাইরাসের প্রকোপ থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে থাকবেন। এ জন্য মানুষকে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলতে হবে, করোনা সংক্রমণ ঠেকাতে আরো সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে ৪৫০ জন করে অসহায় মানুষের তালিকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এছাড়া প্রতিটি ইউনিয়নে তিন হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা-ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়