ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রতসিরাকা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ২৯ মার্চ ২০২১  

মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রতসিরাকা

মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রতসিরাকা

মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট, নৌ বাহিনীর কর্মকর্তা ও ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির সমাজতান্ত্রিক বিপ্লবের প্রবর্তক দিদিয়ার রতসিরাকা রোববার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

দেশটির বর্তমান প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এ কথা ঘোষণা করেন।  

রাজোয়োলিনা তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “মালাগাসি এক নামকরা দেশপ্রেমিককে হারিয়েছে।”

তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৯৭৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত রতসিরাকা ক্ষমতায় ছিলেন এবং ১৯৯৭ সালে পুনরায় ক্ষমতায় ফিরে ২০০২ সাল পর্যন্ত ছিলেন। তিনি প্রথমবার ক্ষমতায় এসে একধরনের মার্কসবাদের অনুশীলন করেন এবং উত্তর কোরিয়ার কিম ইল সং, কিউবার ফিদেল ক্যাস্ট্রো ও ক্রেমলিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন।

২০০১ সালের ডিসেম্বরে প্রথম দফা রাষ্ট্রপতি নির্বাচনের পর ২০০২ সালের জানুয়ারিতে রতসিরাকের প্রতিদ্বন্দ্বী আন্তানানারিভোর মেয়র এবং উদ্যোক্তা মার্ক রাভালোমানানের সমর্থকরা বিজয় দাবি করে রাস্তায় নামেন। রাতসিরাক পরাজয় স্বীকার করতে অস্বীকার করলে সাত মাসের জন্য দেশটি সহিংসতা এবং বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। এতে দেশটি দুটি ভাগে বিভক্ত হয়ে পরে। 

পরবর্তীতে রতসিরাকা ফ্রান্সে পালিয়ে যান। ১১ বছর সেখানে থেকে তিনি ২০১৩ সালে দেশে ফেরেন। ২০০৩ সালে, রতসিরাকের অনুপস্থিতিতে রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকির জন্য তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং জনগণের তহবিল আত্মসাতের দায়ে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়