ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

মুখের ত্বক ঝুলে পড়েছে? আছে সমাধান!

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ৮ নভেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বয়স ৩০ এর কোঠায় না যেতেই অনেকের মুখের ত্বক ঝুলে পড়ে। বয়স বাড়লেই তার ছাপ শরীরে আগে পড়ে। এজন্য প্রয়োজন ত্বকের সঠিক যত্ন নেয়া।

রূপ বিশেষজ্ঞদের মতে, স্কিন স্যাগিং হলো বার্ধক্যের অন্যতম প্রধান লক্ষণ। আমাদের ত্বকের ইলাস্টিন নামক একটি প্রোটিন রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইলাস্টিনের উত্পাদন হ্রাস পেতে পারে। যা ত্বকের মৃত কোষের পরিমাণ বাড়িয়ে দেয়।

তবে অন্যান্য অনেকগুলো কারণ রয়েছে যার কারণ যেমন, ত্বক সংযোগকারী টিস্যু দুর্বল হওয়া বা হঠাৎ ওজন হ্রাসে ফলে ত্বকের স্থিতিস্থাপকতা হারিয়ে যায়। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ ঘরোয়া প্রতিকারের মাধ্যমে আপনার ত্বক হয়ে উঠবে তরুণের মতো-

ডিম ও মধু দিয়ে তৈরি মাস্ক

ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে এমনকি নতুন কোষের পুনর্জন্ম দেয়। অতিরিক্তভাবে, মধু একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বকে পানি সরবরাহ করে।

একটি মাঝারি আকারের ডিম নিয়ে কুসুম আলাদা করুন। ডিমের সাদা অংশে এক চামচ মধু যোগ করুন। যাদের শুষ্ক ত্বক রয়েছে তারা অতিরিক্ত আর্দ্রতার জন্য এক টেবিল চামচ জলপাইয়ের তেল যোগ করতে পারেন। কারণ ডিমের সাদা অংশে শুষ্কতা দেখা দিতে পারে। 

ভালো করে মেশান এবং এটি আপনার মুখ এবং ঘাড়ে লাগান। ব্যবহারের পর ১০ ​​মিনিটের জন্য বিশ্রাম দিন এবং তারপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে একবার ব্যবহার করা যেতে পারে।

সর্বশেষ
জনপ্রিয়