ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ময়মনসিংহে ২`শ ছাড়াল করোনা আক্রান্ত, সুস্থ অর্ধশতাধিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১১ মে ২০২০  

ময়মনসিংহ জেলায় নতুন করে ৮ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ জনে। এদিকে নতুন করে ১২ জন করোনামুক্ত হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ৫১ জন।

রোববার (১০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম।

তিনি জানান, শনিবার (৯ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় করোনা শনাক্ত হওয়া আটজনের মধ্যে গফরগাঁওয়ের পাঁচ, হালুয়াঘাটের দুই ও সদরের একজন রয়েছেন। এনিয়ে শনাক্তের সংখ্যা ছাড়াল দুইশো অর্থাৎ মোট ২০৩ জন আক্রান্ত হলেন।

সিভিল সার্জন আরও জানান, শনিবার নতুন করে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে মমেক হাসপাতালের আট চিকিৎসকসহ ১০ জন ও গফরগাঁও উপজেলার দুই ব্যক্তি করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৫১ জন ব্যক্তি সুস্থ হলেন। অপরদিকে আক্রান্তদের মধ্যে মোট পাঁচজন মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়