ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

যে কারণে বাদ পড়লেন মাশরাফী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ৪ জানুয়ারি ২০২১  

মাশরাফী বিন মোর্ত্তজা

মাশরাফী বিন মোর্ত্তজা

দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরি ছাড়া এবারই প্রথম ওয়ানডের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তাকে বাদ দেয়ার কারণ খোলাসা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ উপলক্ষে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফী না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায়। এ ব্যাপারে নান্নু জানিয়েছেন, আগামী বিশ্বকাপের কথা বিবেচনা করেই মাশরাফী ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়েছে। 

দল ঘোষণার আগে মাশরাফীর সঙ্গে কথা বলেছেন নান্নু। এ বিষয়ে তিনি বলেন, আমার যতটুকু বলার আছে ওকে বলে দিয়েছি। আমার সঙ্গে ওর আলোচনা হয়েছে। কী আলোচনা হয়েছে তা তো আমি আপনাদেরকে বলতে পারব না। যতটুকু কথা হয়েছে খুব ভালোই কথা হয়েছে।

তিনি আরো বলেন, এখানে আসলে অনেক ইস্যুই এসেছে। টিম ম্যানেজমেন্ট আমাদের পরিকল্পনা দিয়েছে। আমরাও আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। আলোচনার পরেই আমরা সিদ্ধান্তে এসেছি। দেশের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। তরুণদের তো সুযোগ দিতে হবে।

এখন দলে মাশরাফীর ভবিষ্যৎ কী হবে, তিনি জাতীয় দলে আর খেলবেন কি না- এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নান্নু। তিনি বলেন, ও তো খেলা চালিয়ে যাবে। এটা এখন পুরোপুরি ওর উপর। ঘরোয়া ক্রিকেটে খেলবে। আমরা তো বলতে পারি না সেখানে ওর পারফরম্যান্স কী হবে না হবে। 

প্রধান নির্বাচক যোগ করেন, ওর প্রতি আমাদের সবসময় সম্মান আছে। দেশের জন্য সে অনেক কিছু দিয়েছে। এটা কঠিন এক সিদ্ধান্ত ছিল। তারপরও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। মাশরাফীকে অফ করতে হয়েছে। ওর জায়গায় যে-ই খেলবে তার জন্য এটা বিরাট এক সুযোগ। 

সর্বশেষ
জনপ্রিয়