ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

যে দলের মুখোমুখি হতে ‘ভয় পায়’ ব্রাজিল-আর্জেন্টিনাও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ১৮ নভেম্বর ২০২২  

যে দলের মুখোমুখি হতে ‘ভয় পায়’ ব্রাজিল-আর্জেন্টিনাও

যে দলের মুখোমুখি হতে ‘ভয় পায়’ ব্রাজিল-আর্জেন্টিনাও

এবারের বিশ্বকাপের অনযতম হট ফেভারিট দল আর্জেন্টিনা। তা কোচ লিওনেল স্কালোনি বা অধিনায়ক লিওনেল মেসি যতই অগ্রাহ্য করতে চান, এটা বাস্তবতা। যদি প্রত্যাশা পূরণ করে গ্রুপ পর্বে সেরা দল হয়েই নকআউটে যায় আলবিসেলেস্তেরা, তাহলে সেখানে আকাশি-নীলদের সামনে পড়তে পারে ডেনমার্ক।

তবে গেল ইউরোর সেমিফাইনালিস্ট এই দল আছে দারুণ ফর্মে। যদি শেষ ষোলোয় দুই দলের দেখা হয়েই যায়, তাদের বিপক্ষে লড়াইটা মোটেও সহজ হবে না মেসিদের জন্য। এবার দলটির মিডফিল্ডার মিকেল ডামসগার্ডের কণ্ঠেও ঝরে পড়ল একই সুর।

তিনি জানিয়েছেন, কোনো দলই তাদের মুখোমুখি হতে চাইবে না। যাদের ওপর প্রত্যাশার চাপ বেশি, সেই বড় দলগুলোও নয়। 

ডেনমার্ক এবারের বিশ্বকাপে মোটেও ফেভারিট নয়। তবে দলটা যে একেবারে ফেলনা নয়, সেটার আঁচ পাওয়া যায় তাদের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে কয়দিন আগেই যে হারিয়েছে ডেনিশরা। ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও লড়েছে বুক চিতিয়ে। 

এবারের বিশ্বকাপে দলটি তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে স্কোয়াড গড়েছে। গত ইউরোতে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে যার বেঁচে থাকাই পড়ে গিয়েছিল শঙ্কায়, সেই ক্রিশ্চিয়ান এরিকসেনও দলটিতে আছেন। তাও আবার আগুনে ফর্ম নিয়ে অপেক্ষায় আছেন বিশ্বকাপের।

ইউরো ২০২০-এ এরিকসেনের সেই ঘটনা দলটাকে এক সুতোয় বেধেছে আরও। তার ছাপ ইউরোয় তো পড়েছেই, এরপরের পারফরম্যান্সের পেছনেও নিয়ামক হিসেবে কাজ করেছে দলটির একতা। সে কারণেই ডামসগার্ডের বিশ্বাস, তার দলের মুখোমুখি হতে চাইবেন না কেউ।

তিনি বলেন, ‘ইউরোয় আর বাছাইপর্বে আমরা যেভাবে খেলেছি, তাতে অনেক দলই আমাদের বিষয়ে উঁচু মনোভাব পোষণ করে। কেউ আমাদের খাটো করে দেখতে চাইবে না। আমরা শীর্ষ মানের দল নয়, কিন্তু আমরা খুবই ভালো একটা দল, যে কারোর বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত আমরা।’

এরপরই বললেন বড় দলগুলোর ভয়ের কথাটা। ডামসগার্ডের ভাষায়, ‘আমরা ফেভারিট নই। কিন্তু আমি মনে করি কোনো দলই আমাদের মুখোমুখি হতে চাইবে না। আমি মনে করি বড় দলগুলোও এমন কিছু চায় না।’

ডেনমার্ক আছে প্রতিযোগিতার ডি গ্রুপে। সেখানে দলটি প্রথম ম্যাচে মুখোমুখি হবে তিউনিসিয়ার। ২২ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হবে ম্যাচটি। এরপর দলটি খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আর সাবেক এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

সর্বশেষ
জনপ্রিয়