ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রংপুরে ধান কেটে দিলেন যুব মহিলা লীগের নেত্রীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ৩ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৃষ্ট শ্রমিক সংকটে দেশব্যাপী প্রান্তিক ও মাঝারি কৃষকদের জমির পাকা ধান কেটে দেয়ার পদক্ষেপ নিয়েছে যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠন। এবার সেই তালিকায় নাম লেখালেন নারী নেত্রীরাও।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের দোলাপাড়ায় কৃষক মকবুল ইসলামের এক বিঘা জমির ধান কেটে এবং মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন মহানগর যুব মহিলালীগের নেত্রীরা।

ধান কাটায় অংশ নেন- মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, মহানগর যুব মহিলালীগের আহ্বায়ক শাহনাজ বিউটি, মহানগর যুব মহিলা নেত্রী উমা রাণী রায়, অন্তরা রায়সহ ১৪ নম্বর ওয়ার্ডের যুব মহিলালীগের নেত্রীরা।

কৃষক মকবুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে অর্থ ও শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। ধানগুলো ক্ষেতেই পচে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। এমন সময় পাশে দাঁড়িয়েছেন রংপুর মহানগর যুব মহিলালীগের নেত্রীরা। তারা বিনা পারিশ্রমিকে তীব্র গরম সহ্য করে আমার এক বিঘা জমির ধান কেটে ও মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। আমি খুবই আনন্দিত।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়