ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রেলের ৭৯ প্রকল্পের কাজ শেষ: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ২৬ জানুয়ারি ২০২১  

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন - ফাইল ছবি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন - ফাইল ছবি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার ২০১৯ সালে ক্ষমতায় আসার পর থেকে রেলওয়ের জন্য ৮৯ প্রকল্প গ্রহণ করেছে, যার মধ‌্যে ৭৯ প্রকল্পের কাজ শেষ হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে এমপি শামীম হায়দার পাটোয়ারীর (গাইবান্ধা-১) প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরে এডিপিতে বাংলাদেশ রেলওয়ের ৩৬টি বিনিয়োগ প্রকল্প এবং তিনটি কারিগরি সহায়তা প্রকল্প, মোট ৩৯টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। রেলওয়ে জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা দেয়ার জন‌্য কাজ করে যাচ্ছে।

সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথ ঢাকা-চট্টগ্রাম করিডোরে ডাবল লাইনে উন্নীত করার কাজ শুরু করে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম করিডোরের দূরত্ব ৩২১ কিলোমিটার। তার মধ্যে ১১৮ কিলোমিটার ডাবল লাইন বিদ্যমান ছিল। এখন তিনটি প্রকল্পের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম করিডোরের ৩২১ কিলোমিটারের মধ্যে ২৪৯ কিলোমিটার রেলপথে ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়