ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

লকডাউনে দেশে ১৪ এপ্রিল থেকে সব ফ্লাইট বন্ধ হতে পারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ১২ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ১৪ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হলে আন্তর্জাতিকসহ সব ফ্লাইট চলাচল বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

রোবাবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।

গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক। তবে চলমান প্রথম দফা লকডাউন শেষ হচ্ছে আজ রোবার । আর দ্বিতীয় দফা কঠোর লকডাউন শুরু হচ্ছে আগামী ১৪ এপ্রিল।

সর্বশেষ
জনপ্রিয়