ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

লাকসাম-আখাউড়া রেল প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে রেল সচিব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ১৯ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফা মেয়াদ শেষে কুমিল্লার লাকসাম-ব্রাহ্মণবাড়িয়ার-আখাউড়া ডাবল রেললাইনের নির্মাণকাজ পরিদর্শন করেছেন রেল সচিব সেলিম রেজা। লাকসাম জংশন থেকে সরেজমিনে কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, প্যানেল মেয়র খলিলুর রহমান ও জংশন স্টেশন মাস্টার মো. সাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনযোগে লাকসাম রেলওয়ে জংশন আসেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে একনেকে অনুমোদনের পর ২০১৬ সালে সাড়ে ছয় হাজার কোটি টাকার এ প্রকল্পটির কাজ শুরু হয়। ২০২০ সালের জুন মাসে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে এক বছর বাড়ানো হয়। কিন্তু এ মেয়াদেও কাজ শেষ হয়নি। এখনো প্রকল্পের এক-তৃতীয়াংশ কাজ বাকি রয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়