ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

শপথ নিতে সিনেট ছাড়লেন কামালা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ১৯ জানুয়ারি ২০২১  

কামালা হ্যারিস- ছবি: সংগৃহীত

কামালা হ্যারিস- ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সিনেট থেকে পদত্যাগ করেছেন। আগামীকাল ২০ জানুয়ারি নবনির্বাচিত জো বাইডেনের সঙ্গে শপথ নেবেন তিনি।

স্থানীয় সময় সোমবার সিনেট থেকে পদত্যাগের পর এক চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল।

হ্যারিস পদত্যাগ করার ফলে ডেমোক্রেটিক সিনেটর চাক সুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। এর ফলে দীর্ঘ ৬ বছর আবারো ডেমোক্রেটদের হাতে থাকবে সিনেটের নিয়ন্ত্রণ।

হ্যারিস পদত্যাগ করায় তার স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর।

কামালা হ্যারিস একাধারে একজন বর্ষীয়ান অধিকারকর্মী, একজন আইনজীবী এবং একজন রাজনীতিক। সে সঙ্গে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পদবি। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান বংশোদ্ভূত মার্কিন নারী, যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

২০১০ সালে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে জয়ী হন কামালা। ২০১৬ সালে ক্যালিফোর্নিয়া থেকে প্রথমবার সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর হন হ্যারিস। দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে এবং প্রথম দক্ষিণ এশিয়-আমেরিকান হিসেবে ২০১৭ সালে সিনেটর হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন এ ডেমোক্র্যাট প্রার্থী।

২০ জানুয়ারি কামালা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করাবেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোটোমেয়র।

সর্বশেষ
জনপ্রিয়