ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

শহিদ ডা. মিলনের সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২৭ নভেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহিদ ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এদিকে শহিদ মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন গুপ্ত বাহিনীর গুলিতে নির্মমভাবে প্রাণ হারান ডা. শামসুল আলম খান মিলন। তার রক্তদানের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরো বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে।

পরে ১৯৯১ সাল থেকে প্রতিবছরের ২৭ নভেম্বর শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালিত হয়ে আসছে।

সর্বশেষ
জনপ্রিয়