ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে ঈশ্বরগঞ্জে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৩০ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬৭টি প্রতিষ্ঠানের প্রধান ও আইসিটি শিক্ষকসহ ১৩৪ জনকে দুদিন ব্যাপী চারটি ব্যাচে এ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের শুরুতেই বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, একাডেমিক সুপার ভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম বলেন, শিক্ষকরা যেন সঠিকভাবে এ তথ্য ফরম পূরণ করতে পারে এ জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এ আইডি শিক্ষার্থীদের তথ্য ভান্ডার হবে যা তার পরবর্তী তার ব্যক্তি জীবনে এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে ব্যবহৃত হবে এবং এনআইডিতে ভুলের পরিমাণ কমে আসবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়