ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৬, ২৬ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুম তেপান্তরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর এর উপপরিচালক মোহাম্মদ খুরশিদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক এবং স্কুল কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সময় মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সচেতনতামূলক আলোচনা করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়