ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সর্বোচ্চ উত্থান

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ১১ জানুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত পৌনে দুই বছর বা ২১ মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান হয়েছে। লেনদেনের পরিমাণও আগের দিনের তুলোনায় বেড়েছে ১শ কোটি টাকার বেশি। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৭৫ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় ১৬৯ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৬০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৮০টি এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দর।

সর্বশেষ গত রবিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিলে ১৫০৫ কোটি ৬৮ লাখ ২২ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির।

জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

অপরদিকে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের থেকেও বেড়েছে লেনদেনের পরিমাণ। সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির দর।

সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৪১৩ টাকা, যা আগের দিনের তুলনায় ২১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা বেশি। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫২ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার টাকা। এ দিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৯০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির। দর কমেছে ১৪৭টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৬৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫১ পয়েন্টে। সিএসআই ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭ পয়েন্টে।

সর্বশেষ
জনপ্রিয়