ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

সাত কলেজে ভর্তির ‘বিষয় পছন্দক্রম’ ফরম পূরণ যেভাবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ১৮ জুলাই ২০২৩  

সাত কলেজে ভর্তির ‘বিষয় পছন্দক্রম’ ফরম পূরণ যেভাবে

সাত কলেজে ভর্তির ‘বিষয় পছন্দক্রম’ ফরম পূরণ যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির কলেজ ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হয়েছে, চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

ভর্তিচ্ছুদের প্রশ্ন- ফরম পূরণ করতে হবে কিভাবে? কী কী তথ্য লাগবে? 

যেভাবে ফরম পূরণ 

৭ কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে নিজের রোল- বোর্ড লিখে প্রবেশ করতে হবে। এরপর ‘বিস্তারিত ফরম' অপশনে ক্লিক করে পরের ধাপে যেতে হবে।

ধাপ ১: নতুন ফরম অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডটি সংরক্ষণ করেতে হবে।

ধাপ ২: যে পাসওয়ার্ড পাওয়া যাবে, সেটি দিয়ে ‘পূরণকৃত’ অপশনে ক্লিক করে ধাপে ধাপে বাকি ফরমগুলো পূরণ করতে হবে।
প্রথমেই শিক্ষার্থীদের বিস্তারিত তথ্যের ঘর পূরণ করতে হবে। ফরমে নিজের নাম, ধর্ম, মোবাইল নম্বর, ইমেইল, জন্ম নিবন্ধন, বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে।

এরপর পরবর্তী ধাপ অপশনে ক্লিক করে পিতা-মাতার বিস্তারিত তথ্যে পূরণ করতে হবে। ফরমে পিতা-মাতার নাম, পেশা, মোবাইল নম্বর, এনআইডি, মাসিক আয়, শিক্ষাগত যোগ্যতা জানাতে হবে।

পরবর্তী ধাপ অপশনে ক্লিক করে স্থানীয় অভিভাবকের তথ্য দিতে হবে। ঢাকায় বসবাসরত কেউ থাকলে স্থানীয় অভিভাবকের ঘরে সেই তথ্য দিন। ঢাকায় বসবাসরত পিতা-মাতা থাকলে তাদেরটাও দিতে পারবে। 

এরপর কলেজ ও বিষয় নির্বাচন অপশনে ক্লিক করতে হবে। এখানে নিজের পছন্দক্রম নির্বাচন করতে হবে। চয়েস দেওয়া শেষ হলে 'নিশ্চিত করুন' অপশনে ক্লিক করতে হবে।

এতক্ষণ যে তথ্য পূরণ করা হয়েছে এবার তা বিস্তারিত চলে আসবে। তথ্যগুলো ঠিক আছে কিনা তা ভালো করে চেক করে নিতে হবে।

এরপর পেইজটির নিচের দিকে যেতে হবে। আমি নিশ্চিত করছি যে ওপরের প্রদর্শিত তথ্য ও বিষয়ের পছন্দক্রম সঠিক, এই অপশনে টিক চিহ্ন দিতে হবে। এরপর ‘নিশ্চিত করুন’ ক্লিক করতে হবে।

ফরমে দেওয়া তথ্যগুলো পিডিএফ আকারে চলে আসবে। ফাইলটি ডাউনলোড করে রাখতে হবে।

সর্বশেষ
জনপ্রিয়