ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ : বীর বাহাদুর উশৈসিং

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ৬ অক্টোবর ২০২২  

বীর বাহাদুর উশৈসিং

বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব মানুষ একে অপরের পরিপূরক। এ দেশে সবাই আনন্দচিত্তে ধর্মীয় উৎসব পালন করছেন।

বুধবার বান্দরবান সদরে দুর্গাপূজার বিজয়া দশমী অনুষ্ঠান পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

বীর বাহাদুর উশৈসিং সারাদেশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকেও ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব, খ্রিষ্টান সম্প্রদায়সহ অন্যান্য সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় তিনি সবস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ
জনপ্রিয়