ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সারাবিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২০ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৪৫ লাখ জনে। একই সঙ্গে মৃত্যু হয়েছে ৪১ লাখের বেশি।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১৯ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৭৭৮ জনে। আর মৃত্যু হয়েছে ৪১ লাখ ১২ হাজার ৫৫৬ জনের। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৯৪৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৫৯২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৭ জন, আর মারা গেছেন ৬ হাজার ৯৬৫ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন কোটি ৫০ লাখ ১৮ হাজার ৬০০ জন। এতে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৪ হাজার ৯৮৩ জনের।

অন্যদিকে করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ১১ লাখ ৭৩ হাজার ১৯ জন। এতে মৃত্যু হয়েছে চার লাখ ১৪ হাজার ৫১৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন তিন কোটির বেশি মানুষ।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

তবে তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে উঠে এসেছে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ১২৫ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।

তালিকায় করোনা শনাক্ত ও মৃত্যুতে বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, সুইডেন, রোমানিয়া ও পাকিস্তান।

সর্বশেষ
জনপ্রিয়