ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুদানে ভয়াবহ বন্যায় ৭৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১৯ আগস্ট ২০২২  

সুদানে ভয়াবহ বন্যায় ৭৭ জনের মৃত্যু

সুদানে ভয়াবহ বন্যায় ৭৭ জনের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ বন্যায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বন্যায় প্লাবিত হয়ে প্রায় সাড়ে ১৪ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

সুদানের জাতীয় কাউন্সিল ফর ডিফেন্সের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল জালিল আব্দুর রাহিম বলেন, মে মাস থেকে মৌসুমী বৃষ্টির ফলে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, মৌসুমী বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ প্রদেশগুলো হচ্ছে- উত্তর কোর্দোফান, গেজিরা, দক্ষিণ কর্ডোফান, দক্ষিণ দারফুর ও নীল নদী।

সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত সুদানে ভারী বৃষ্টিপাত হয়। তাই প্রতিবছর দেশটি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়। এতে দেশটির অনেক সম্পদ, উন্নয়ন অবকাঠামো ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। 

এক সপ্তাহ আগে, বিভিন্ন সূত্রের বরাতে জাতিসংঘের মানবিকতা সম্পর্কিত সমন্বয় অফিস জানায়, ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ বন্যায় কবলিত আছেন। 

জাতিসংঘের সংস্থাটি জানায়, বন্যায় কবলিত হওয়ার সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, দেশটিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

জাতিসংঘ জানায়, এ বছর মৌসুমী বৃষ্টিপাতে যে পরিবার স্থানীয় আক্রান্ত হয়েছেন তা গতবছরের তুলনায় দ্বিগুণ। 

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০২১ সালে পুরো বর্ষা মৌসুমের বৃষ্টিপাতে সুদানজুড়ে তিন লাখ ১৪ হাজার ৫০০ জন বন্যায় কবলিত হয়েছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়