ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ২৪ জানুয়ারি ২০২১  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম আড়াই ঘণ্টায় সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এই আড়াই ঘণ্টায় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৮শ কোটি টাকা। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮২৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২১৩ পয়েন্টে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির। দর কমেছে ১৯১টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সবগুলো সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। রবিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৯টি কোম্পানির। দর কমছে ১১৩টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির। আড়াই ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকা।

সর্বশেষ
জনপ্রিয়