ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন বেড়েছে ডিএসইতে

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২০ জানুয়ারি ২০২১  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমলেও বেড়েছে লেনদেনের পরিমান। অপর দিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তবে কমেছে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, দিন শেষে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪১৬ কোটি ৪ লাখ ৬১ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ১২৬ কোটি টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের দর।

সর্বশেষ গত মঙ্গলবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিলে এক হাজার ২৯০ কোটি ৯০ লাখ ১৮ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছিল বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের শেয়ারের দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের থেকেও কমেছে লেনদেনের পরিমাণ। বেড়েছে সবগুলো সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ১৪৯ টাকা, যা আগের দিনের তুলনায় ২৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮৬ কোটি টাকার বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির। দর কমেছে ১০৪টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেযার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৮২৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২০৭ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২৫৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৪৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৭ পয়েন্টে। সিএসআই ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮০ পয়েন্টে।

সর্বশেষ
জনপ্রিয়