ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হাজার বছর ধরে গভীর চিন্তায় মগ্ন `থিঙ্কিং ট্রি`

সোশ্যালমিডিয়া ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ২২ জানুয়ারি ২০২১  

থিঙ্কিং ট্রি

থিঙ্কিং ট্রি

গভীর চিন্তাভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে একটি গাছ। মানুষের চিন্তিত চেহারার মতোই চিন্তার ছাপ পড়েছে গাছে। ইতালিতে এমন একটি গাছ আছে যাকে 'থিঙ্কিং ট্রি' বলা হয়। কারণ এই গাছ মানুষের মতোই ভাবতে পারে।

দক্ষিণ ইতালির পাগলিয়াতে এই গাছটি রয়েছে। পর্যটকদের কাছে যা আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকেই শুধুমাত্র গাছটিকে দেখতে আসেন। 

স্থানীয়দের দাবি, গাছটির বয়স দুই হাজার বছরেরও বেশি। আদলে সেটি বহু প্রাচীন 'অলিভ ট্রি'। বহু বছর ধরেই দেশ-বিদেশের পর্যটকরা এই গাছটিকে দেখতে আসেন। ছবি তোলেন। তারপর ভাবেন, সত্যিই কি এই গাছ ভাবতে বসেছে। দূর থেকে এই গাছটিকে দেখলে মনে হবে, যেন বিশালাকার কোনও মানুষ গভীর চিন্তায় মগ্ন। গাছটির ডালপালা, পাতা এমনভাবে বিস্তার হয়েছে যেন সেগুলো কোনও মানুষে মাথার চুল। আর গাছটি গালে হাত দিয়ে ভাবছে।

সর্বশেষ
জনপ্রিয়