ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোসেনপুরে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২১ মে ২০২০  

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২০ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হোসেনপুর পৌর এলাকায় ও হাজীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারি আদেশ অমান্য করণে দ-বিধির ১৮৬০, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ১০টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল কাইয়ুম খোকন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাহিদ সুলতানা প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে এই ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

এদিকে আগের দিন মঙ্গলবার (১৯ মে) করোনাভাইরাস প্রতিরোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১৩ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়