ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হোয়াটসঅ্যাপে অ্যানিমেশন অবতার পাঠাতে পারবেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ১৮ জুলাই ২০২৩  

হোয়াটসঅ্যাপে অ্যানিমেশন অবতার পাঠাতে পারবেন

হোয়াটসঅ্যাপে অ্যানিমেশন অবতার পাঠাতে পারবেন

প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এত নতুনত্ব। এবার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে নিজের অবতার বানিয়ে শেয়ার করতেন ব্যবহারকারীরা। এবার সেটি অ্যানিমেটেড ফিচার তৈরি করতে পারবেন।

খুব শিগগির আসছে অ্যানিমেটেড অবতার ফিচার। নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম ‘ফোন নম্বর প্রাইভেসি’। এর মাধ্যমে অ্যানিমেশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ অবতার পাঠানো যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দু'ক্ষেত্রেই চালু হতে চলেছে এই ফিচার। হোয়াটসঅ্যাপের আগামী আপডেটে এই অ্যানিমেটেড অবতার প্যাক পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর রিপোর্টে জানা গেছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.১৫.৬ আপডেট যা গুগল প্লে স্টোরে উপলব্ধ সেখানে দেখা গিয়েছে এই অ্যানিমেটেড ভার্সানের অবতার প্যাক। বর্তমানে ব্যবহারকারীরা নিজেদের ছবি তুলে তা দিয়ে অবতার তৈরি করতে পারেন। সেটা নিজে থেকেই তৈরি হয়। এছাড়াও অ্যাপ সেটিংসে অনেক ধরনের অবতার রয়েছে যেগুলো ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন। অ্যানিমেশনের ফিচার যুক্ত হলে হোয়াটসঅ্যাপ অবতার আরও ঝকঝকে হবে, দেখতে আরও ভালো লাগবে।

সর্বশেষ
জনপ্রিয়