ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

১১ জানুয়ারি বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ১০ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পার্বত্য অঞ্চলে ৫ দিনব্যাপি বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু হচ্ছে আগামী ১১ জানুয়ারি। এবারের অ্যাডভেঞ্চার উৎসবে ১৬টি ইভেন্টে ভিন্ন ভিন্ন দলে পার্বত্য অঞ্চলের পাহাড়, লেক, ঝর্ণাসহ বিভিন্ন স্থানে বিচরণ করবে দেশীয় ১০০ জন অ্যাডভেঞ্চার প্রেমী।

শনিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্ণফুলী সম্মেলন কক্ষে এসব তথ্য জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

এ সময় তিনি বলেন, জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন আয়োজনে ভিন্ন মাত্রা যোগ, পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে উপস্থাপন, রোমাঞ্চপ্রিয় তরুণদের উৎসাহিত, তরুণদের মধ্যে শৃঙ্খলা, পরোপকার, সহনশীলতা বৃদ্ধি এবং চ্যালেঞ্জিং বিভিন্ন ইভেন্টে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে আত্মপ্রত্যয়ী ও উদ্যমী যুবসমাজ গড়ে তুলতে এই অ্যাডভেঞ্চার কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, এছাড়াও এই উৎসব পার্বত্য অঞ্চলের পর্যটনের অপার সম্ভাবনাকে উপস্থাপনে ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম গঠনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, এছাড়াও এই উৎসব পার্বত্য অঞ্চলের পর্যটনের অপার সম্ভাবনাকে উপস্থাপনে ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম গঠনে ভূমিকা রাখবে।

এবারের অ্যাডভেঞ্চার উৎসবে পার্বত্যজেলা রাঙামাটি থেকে ২০ জন, খাগড়াছড়ি থেকে ১৫ জন, বান্দরবান থেকে ১৫ জন এবং দেশের অন্যান্য জেলা থেকে ৫০ জন অ্যাডভেঞ্চার প্রেমী অংশগ্রহণ করছে, যার মধ্যে ৪৩ জন নারী অ্যাডভেঞ্চার প্রেমী রয়েছেন।

১৬টি ইভেন্টের মধ্যে রয়েছে পর্বতারোহণ, নৌবিহার, কায়াকিং ও ট্রেইল রান, টিম বিল্ডিং, ট্রেজার হান্ট, ট্রেরিং, ক্যানিওনিং, ট্রি ট্রেইল, রোপ কোর্স, মাউন্টেইন বাইক, জিপলাইন, রেপলিং, দর্শনীয় স্থান পরিদর্শন এবং কেভ ডিসকভারি।

প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামী, সদস্য (পরিকল্পনা) প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য (প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়