ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৫ বছর পর দেশের বাইরের মাঠে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ২৬ মার্চ ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের বাইরে সবশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দেশের বাইরে কোনো টুর্নামেন্টে জাতীয় সিনিয়র দলের ফাইনালে ওঠার সবশেষ ঘটনা সেটাই।

কিরগিজস্তানের অলিম্পিক দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে নেপাল। ফলে তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ফাইনালে চলে গেছে বাংলাদেশ। ২০০৫ সালের পর প্রথমবার দেশের বাইরে কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল জাতীয় ফুটবল দল।

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে নেপালের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে। সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়োজক নেপালের বিপক্ষে তাই না জিতলেও ফাইনালে খেলা অক্ষুণ্ন থাকছে বাংলাদেশের।

উল্টো ঘরের মাঠে ফাইনাল খেলা নিয়ে বড় চিন্তায় থাকবে নেপাল। কেননা বাংলাদেশের সঙ্গে বাঁচা-মরার লড়াইয়ে দুই গোলের ব্যবধানে হারলেই বিদায় নিশ্চিত হবে হিমালয়ের দেশটির। আর নেপাল এক পয়েন্ট পেলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে কিরগিজস্তান অলিম্পিক দল।

দেশের বাইরে সবশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দেশের বাইরে কোনো টুর্নামেন্টে জাতীয় সিনিয়র দলের ফাইনালে ওঠার সবশেষ ঘটনা সেটাই। এবার নেপালে ত্রিদেশীয় ফুটবল সিরিজের ফাইনালে উঠে ১৫ বছর পর অপেক্ষার অবসান হলো।

২৭ মার্চ নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি তাই কোনো চিন্তা ছাড়াই খেলবে বাংলাদেশ। ২৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল হতে যাচ্ছে লাল-সবুজদের আল্টিমেট ম্যাচ। শিরোপা ঘরে নিয়ে আসার ম্যাচ।

সর্বশেষ
জনপ্রিয়