নিলামে আইনস্টাইনের আরেক চিঠি
নিউজ ডেস্ক

নিলামে আইনস্টাইনের আরেক চিঠি
নিলামে উঠেছে খ্যাতনামা পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের লেখা একটি চিঠি। আইনস্টাইন চিঠিটি লিখেছিলেন ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ককে। চিঠিটি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র্যাব কালেকশন’। নিলাম শুরু হবে ১ লাখ ২৫ হাজার ডলার ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা) থেকে।ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন মতে, ১৯৫০ সালের ১১ এপ্রিল ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ক আইনস্টাইনকে চিঠি লিখেছিলেন। চিঠিতে জানতে চেয়েছিলেন, আধুনিক পদার্থবিদ্যার জনক কি ঈশ্বরে বিশ্বাস করেন? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনো শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন?মার্থার এই চিঠির উত্তর দিয়েছিলেন আইনস্টাইন। মার্থার প্রশ্নের জবাবে তিনি লিখেছিলেন: ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলোকে যতদিন আক্ষরিক অর্থে নেয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই। যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকি হিসেবে ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু আর পরিষ্কার নয়, ঈশ্বরকে কোনো মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কিনা। সে ক্ষেত্রে এটা বোঝা কঠিন, বিশ্বাসের আঁকড় কতটুকু পড়ে থাকে।আইনস্টাইন আরও লেখেন, আমি মনে করি, যে ব্যক্তি মোটামুটি বিজ্ঞানমনস্ক, তার কাছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পিছনের ধর্মের ব্যাখ্যা যুক্তিগ্রাহ্য নয়। কারণ তিনি সবেতেই বিজ্ঞানের যুক্তি খোঁজেন।’ এই চিঠিটি দীর্ঘদিন মার্থার এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল।এর আগে ২০১৮ সালে আলবার্ট আইনস্টাইনের লেখা একটি চিঠি ৩০ লাখ ডলারে বিক্রি হয়। ‘গড লেটার’ নামে পরিচিতি ওই চিঠিটি লেখা হয়েছিল ১৯৫৪ সালে। নোবেল বিজয়ী এই বিজ্ঞানী ৭৪ বছর বয়সে দেড় পাতার ওই চিঠিটি লিখেছিলেন জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে তার একটি কাজের জবাব হিসেবে।
২০১৭ সালে সুখে বসবাস নিয়ে তার পরামর্শ সম্বলিত একটি নোট প্রায় ১৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল। তবে তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি নিয়ে লেখা একটি চিঠি বিক্রি হয়েছিল প্রায় এক লাখ ডলারে।
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
- কলের পানিতে মস্তিষ্কখেকো অ্যামিবা, যুক্তরাষ্ট্রের আট শহরে সতর্কতা
- ভারতে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক, সতর্কতা জারি
- বিশ্বে করোনায় আক্রান্ত ৫২ লাখ ছাড়ালো
- নিউইয়র্কে ১০দিনব্যাপী ভার্চুয়াল বাংলা বইমেলা শুরু
- যুক্তরাজ্যে ঈদ: মহামারি পরিস্থিতিতে বিশ্ববাসীর নিরাপত্তা চেয়ে দোয়া
- করোনায় মৃত্যু সাড়ে ২৮ লাখ ছাড়াল
- মৃতের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ছুঁইছুঁই
- করোনাভাইরাস
বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ছাড়ালো