ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

আপনার জেলা ও আশেপাশের পরিবর্তন তুলে ধরে জিতে নিন লাখ টাকার পুরস্কার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ১২ নভেম্বর ২০২৩  

বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গল্প ছড়িয়ে দিতে এবং দেশের প্রতি মানুষের ভালোবাসা জাগ্রত করতে "আমার চোখে আজকের বাংলাদেশ" ভিডিও প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার আশেপাশের পরিবর্তন তুলে ধরে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।

আপনার আশেপাশের অনেক কিছুই পাল্টেছে। সাথে পাল্টে গেছে মানুষের জীবনযাপনের মানও। কি সেই পরিবর্তন? হয়তো গ্রামের কাঁচা রাস্তাটা পাকা হয়ে গিয়েছে, হয়তো একটা সেতু হয়েছে। এখন আসা-যাওয়া করা যায় অনেক সহজে। তৈরি হয়েছে অনেক কর্মসংস্থান। পাল্টে গেছে সবার জীবনযাপন। আবার হয়তো হয়েছে নতুন নতুন স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়। কষ্ট করে এখন আর অনেক দূরে পড়তে যেতে হয় না। বিদ্যুৎ নিরবছিন্ন হওয়ায় কাজের ক্ষেত্রও বেড়েছে। এমনি ছোট বড় সব পরিবর্তনের চিত্র তুলে ধরে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভিডিওটি অবশ্যই ২ মিনিট দীর্ঘ হতে হবে। ভিডিওটি অবশ্যই আপনার আশেপাশের পরিবর্তনের উপর কেন্দ্রীভূত হতে হবে। ভিডিওটি অবশ্যই HD কোয়ালিটিতে হতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে [এই লিঙ্ক এ ক্লিক করে] ভিজিট করুন

অথবা

 

প্রতিযোগিতার শেষ সময় ২০ নভেম্বর ২০২৩ইং

এই প্রতিযোগিতাটি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গল্প তুলে ধরতে এবং দেশের প্রতি মানুষের ভালোবাসা জাগ্রত করতে উদ্যোগী হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি আপনার আশেপাশের পরিবর্তনকে তুলে ধরে অন্যদের কাছে জানাতে পারেন এবং পুরস্কার জিতে নিতে পারেন।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ধারণকৃত ভিডিওটি গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে অথবা সরাসরি আপলোডের মাধ্যমে আগামী ২০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে।
  • ড্রাইভ লিংকের ক্ষেত্রে অবশ্যই এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে।
  • ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই নিজের ধারণকৃত ফুটেজ ব্যবহার করতে হবে।
  • ভিডিওতে সাধারণ মানুষের বক্তব্য ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে বক্তব্য স্পষ্ট হতে হবে।
  • কপিরাইট রয়েছে এমন অডিও বা মিউজিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
  • ভিডিওর ব্যাপ্তি হবে সর্বোচ্চ ২ মিনিট।
সর্বশেষ
জনপ্রিয়