ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৪ ১৪৩১

যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ২৪ মে ২০২৪  

যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী নিহত

যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী নিহত

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্যারন পাড়ার বাসিন্দা পেন খুপ বমের ছেলে লাল নৌ বম এবং বেথানি পাড়ার বাসিন্দা জার থাং বমের ছেলে ভান থাং পুই বম।

পুলিশ জানায়, সদর উপজেলার শ্যারন পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে কেএনএফের সদস্যরা।

এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে কেএনএফের দুই সদস্য মারা যায়। বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, শ্যারনপাড়া থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কেএনএফ সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় যৌথ অভিযান।

সর্বশেষ
জনপ্রিয়