ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ১৮ জুলাই ২০২৩  

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ জন

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ জন

সাহিত্যচর্চা ও ছোটকাগজ সম্পাদনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন পাচ্ছেন ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩’। আগামী ১৩ অক্টোবর পুরস্কারপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

গুলশানে অনুষ্ঠিত ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কারের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলেন- প্রবন্ধে মহীবুল আজিজ, কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে হাসান অরিন্দম, তরুণ কবি মালেক মুস্তাকিম ও ছোটকাগজ সম্পাদনায় ‘পুনশ্চ’ সম্পাদক রবু শেঠ।

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৫ শাখায় এই ৫ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।’

তিনি বলেন, ‘মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

সর্বশেষ
জনপ্রিয়