ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

অর্থনৈতিক সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৬, ১ এপ্রিল ২০২৪  

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। অর্থনীতিতে এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকটও কেটেছে অনেকটা। তবে বাজারে কোন কোন পণ্যের দাম বাড়ছে। আবার কোন কোন পণ্যের দাম কমছে। আমরা সেটা দেখছি। দেখি কোনদিকে যায়। গতকাল সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে ইআরএফ সভাপতি রেফায়েতউল্লা মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ইআরএফ সদস্যরা বাজার ব্যবস্থাপনা, করকাঠামো, ব্যাংক ব্যবস্থায় সংস্কার আনা, রাজস্ব বাড়ানো, বাজেট বাস্তবায়নের দক্ষতা বাড়ানো, বাজারকে সিন্ডিকেটমুক্ত করাসহ বেশ কিছু বাজেট প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী। এ সময় অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়