ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আগামীতে আঞ্চলিক লাইফ লাইনে পরিণত হবে চট্টগ্রাম বন্দর : নৌপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ৬ মে ২০২৪  

আগামীতে আঞ্চলিক লাইফ লাইনে পরিণত হবে চট্টগ্রাম বন্দর : খালিদ মাহমুদ

আগামীতে আঞ্চলিক লাইফ লাইনে পরিণত হবে চট্টগ্রাম বন্দর : খালিদ মাহমুদ

আগামীতে চট্টগ্রাম বন্দর আঞ্চলিক লাইফ লাইনে পরিণত হবে বলে উল্লেখ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রাম বন্দরের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, মাহফুজুর রহমান মিতা এমপি, এম এ লতিফ এমপি, এস এম আল মামুন এমপি, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়াল এডমিরাল খন্দকার মিজবাহ উল আজিম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, গ্লোবাল টিভির হেড অব নিউজ ইশতিয়াক রেজা, এক টাকার খবরের মুন্নী সাহা, আমাদের অর্থনীতির প্রকাশক নাঈমুল ইসলাম খান, এটিএন নিউজের হেড অব নিউজ প্রবাস আমিন, নিউজ২৪ এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা, একাত্তর টিভির চিফ এডিটর মোজাম্মেল হক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ বছরে চট্টগ্রাম বন্দর অভাবনীয় সফলতা অর্জন করেছে। যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ ও বিনিয়োগকারীরা চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করার জন্য আগ্রহী হয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। এরই মধ্যে বিদেশি অপারেটরও নিয়োগ করা হয়েছে। আগামী চট্টগ্রাম বন্দর আঞ্চলিক লাইফ লাইনে পরিণত হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, চট্টগ্রাম বন্দরকে ২৪ ঘণ্টা সচল রাখতে নিরলস পরিশ্রম করছে সবাই। যার কারণে এখন আগের মতো বন্দরে কনটেইনার জট নেই। এটা সবার ঐকান্তিক কাজ এবং চেষ্টার ফল।

সর্বশেষ
জনপ্রিয়