ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাই থেকে রওনা হবে আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৬, ২৮ এপ্রিল ২০২৪  

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাই থেকে রওনা হবে আজ

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাই থেকে রওনা হবে আজ

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাই আল হামরিয়া বন্দর জেটি থেকে আজ চট্টগ্রামের উদ্দেশে রওনা করবে। গতকাল আল হামরিয়া বন্দর জেটিতে পণ্য আনলোড ও নতুন পণ্য লোড করেছে এমভি আবদুল্লাহ। জাহাজটির মালিকপক্ষ চট্টগ্রামের কবির গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছিল। কয়লা খালাস শেষে জাহাজটিতে নতুন পার্টির পণ্য লোড করা হয়েছে। আশা করছি, আজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। ২৩ নাবিকই জাহাজে দেশে ফিরবেন। মে মাসের মাঝামাঝিতে জাহাজটি দেশের জলসীমায় প্রবেশ করবে।জানা যায়, মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। দস্যুরা ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। ৬৫ জন জলদস্যু জাহাজটি থেকে বোটে নেমে যায়। পরে ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধ জাহাজের পাহারায় এমভি আবদুল্লাহ ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়। বাড়তি সতর্কতা হিসেবে তখন জাহাজের চারপাশে কাঁটাতারের বেড়া, ডেকে হাই প্রেসার ফায়ার হোস বসানো হয়।

সর্বশেষ
জনপ্রিয়