ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিশ্বস্ত’ হতেই ৮৫ বছর বয়সে ফরাসি বৃদ্ধের ইসলাম গ্রহণ

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ২২ আগস্ট ২০২২  

‘বিশ্বস্ত’ হতেই ৮৫ বছর বয়সে ফরাসি বৃদ্ধের ইসলাম গ্রহণ

‘বিশ্বস্ত’ হতেই ৮৫ বছর বয়সে ফরাসি বৃদ্ধের ইসলাম গ্রহণ

৮৫ বছর বয়সী ফরাসি বৃদ্ধ এমিল জেহেন্ডার মুসলিম বন্ধুদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন । তুর্কি বন্ধুদের দেখে সর্বপ্রথম তিনি ইসলামের ব্যাপারে গবেষণা শুরু করেন। একপর্যায়ে তিনি শ্বাশত এ ধর্মের ব্যাপারে আশ্বস্ত হন এবং ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এলাজিগের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামে প্রবেশ করেন। ইসলাম গ্রহণের পর তিনি পূর্বের নাম বদলে নিজের নতুন নাম রাখেন ‘আমিন’ (বিশ্বস্ত)। মুসলিমদের মতো বিশ্বস্ত হতেই তিনি নিজের জন্য এই নাম নির্বাচন করেছেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওই অনুষ্ঠান শেষ হয় নওমুসলিম আমিনকে বিশেষ বিশেষ হাদিয়া-উপঢৌকন প্রদানের মাধ্যমে।

আমিনের ইসলাম গ্রহণ উপলক্ষে এলাজিগের দারুল ইফতায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেই সেখানকার সহকারী মুফতি শায়খ ওজির গুমেরতের কাছে কালিমা পাঠ করে ইসলামে দীক্ষিত হন ফরাসি বৃদ্ধ।

শায়খ ওজির গুমেরত তাকে পবিত্র কুরআন, বেশ কিছু ইসলামী গ্রন্থ ইত্যাদি উপহার দিয়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানান। সূত্র: আরটি ডট এজেন্সি 

সর্বশেষ
জনপ্রিয়