ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হেফাজত নেতা আফেন্দীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ২৮ জুন ২০২১  

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

রাজধানীতে আট বছর আগে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ জুন) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২৭ জুন) হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় মামলায় তাকে গ্রেফতার দেখানোপূর্বক দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য সোমবার (২৮ জুন) দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়