ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে মোহনগঞ্জে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ৪ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। তবে এ উদ্বোধনের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়নি।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের জানানোর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসের। করোনার কারণে ঝামেলা এড়াতে গিয়ে হয়তো জানানো হয়নি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিতে সকালে জেলাতে গিয়েছেন বলে জানান তিনি।

এবার উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১০৮০ টাকা মণ দরে মোট ২৩৭৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ‘কৃষক’ অ্যাপে নিবন্ধনের ম্যধ্যমে কৃষক সরাসরি তার ধান দিতে পারবেন। এ পর্যন্ত ২৫৪ জন কৃষক নিবন্ধন করেছেন। তবে নিবন্ধনের এ হারকে খুব কম বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়