ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ভোক্তা-অধিকার আইনে ৬ প্রতিষ্ঠানে জরিমানা দুর্গাপুরে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ১০ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নেত্রকোনার দুর্গাপুর পৌরসদরের ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।

সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, দুর্গাপুর বাজারে বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে ৩৮০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এরপর উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়