ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আটপাড়ায় ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পেল ৫০টি পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ২১ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে গণ ভবন থেকে সারা দেশের মত নেত্রকোণা আটপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৪৩৪০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর (২য় পর্যায়) উপজেলার সুখারী ও দুওজ ইউনিয়নে নির্মাণকৃত ৫০টি ঘর সুবিধাভোগী পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা মো: শাহজাহান কবীর, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, সকল ইউ.পি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়