ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কটিয়াদীতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ঘর পেলেন ৩৩টি পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ২১ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

কটিয়াদীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ নতুন ঘর প্রদান করা হয়েছে।

রোববার সকালে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়