ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় ভিটামিন ‍‍`এ‍‍` প্লাস ক্যাম্পেইন সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ১ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয়  ভিটামিন  ' এ' প্লাস ক্যাম্পেইন / ২০২১ উপজেলা অবহিত করণ  ও পরিকল্পনা  সভা অনুষ্ঠিত  হয়।

৩১ মে ২০২১ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে  অবহিত করন  ও পরিকল্পনা  সভায় উপজেলা প্যানেল চেয়ারম্যান  চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, ডাক্তার সুমেন চাকমা, কমিউনিটি  স্বাস্থ্য কেন্দ্র  সমুহের  স্বাস্থ্য কর্মকর্তা ও সেবিকা গন, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও কর্মকর্তাগন উপস্থিত  ছিলেন।

সভায়  উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা   এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে  বলেন, ৬ - ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন  'এ' ক্যাপসুল খাওয়ানো হবে,  এবং  ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন  সাব সেন্টার, ইউনিয়ন  স্বাস্থ্য  ও পরিবার  কল্যান কেন্দ্র, কমিউনিটি  ক্লিনিকের টিকাদান কেন্দ্র  সমুহে যথাযথ  স্বাস্থ্য  বিধি মেনে ৫ জুন ২০২১ থেকে ১৯ জুন ২০২১ পর্যন্ত খাওয়ানো হবে।

এছাড়াও  ক্যাম্পেইন চলাকালীন সময়ে কোভিড ১৯ পরিস্থিতি তে যথাযথ  স্বাস্থ্য বিধি মেনে  সুষ্ঠভাবে পরিচালনা ও ভিটামিন-এ  ক্যাপসুলের গুনগত মান ঠিক রেখে কাজ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম দিক নির্দেশনা দেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়