ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ডেঙ্গুরোগে আতঙ্ক নয়, সচেতনতাই মুক্তি মিলবে : ইউএনও মিজাবে রহমত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ২০ জুলাই ২০২৩  

ডেঙ্গুরোগে আতঙ্ক নয়, সচেতনতাই মুক্তি মিলবে : ইউএনও মিজাবে রহমত

ডেঙ্গুরোগে আতঙ্ক নয়, সচেতনতাই মুক্তি মিলবে : ইউএনও মিজাবে রহমত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, আতঙ্ক নয় সচেতনতায় একমাত্র মাধ্যম। বৃহস্পতিবার (২০জুলাই) বেলা ১২ টায় তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ বিষয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরোও বলেন, সকল অফিস চত্বর, বাড়ির আঙ্গিনায়, নিজেদের সুরক্ষার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা করে রাখতে হবে। যাতে করোনার মত ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে না পারে।

আলোচনা সভায় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস'র সঞ্চালনায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা,উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃদিবাকর ভাট,তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন।

এ সময় অন্যোদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা রমিজ উদ্দিনসহ উপজেলা সকল কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়