ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুর্গাপুরে শীতার্ত’র বাড়িতে কম্বল নিয়ে গেলেন আ.লীগ ইউপি চেয়ারম্যান প্রার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২৭ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী তৃণমূল আ.লীগ নেতা ওয়ালী হাসান তালুকদার কলি ভোরের শীত উপেক্ষা করে শীতার্ত শারীরিক প্রতিবন্ধি আব্দুল হাকিমের নিজ গৃহে কম্বল তুলে দিলেন।

আব্দুল হাকিম ওই ইউনিয়নের দাখিনাইল গ্রামের বাসিন্দা। তিনি দূরারোগ্য সমস্যা দুটি পা কেটে ফেলতে হয়েছে। উইল চেয়ারে বসে চলাচল করছেন তিনি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে শারীরিক প্রতিবন্ধি আব্দুল হাকিমের হাতে শীত বস্ত্র (কম্বল) তুলে দেয়া হয়।

আসন্ন ৪ নং বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে তৃণমূল ভোটারদের দ্বারস্থ হচ্ছেন নিয়মিত এ তরুণ আ.লীগ নেতা। ওই ইউপির ছোট-বড় সকলের চেনা মূখ, সকল ভোটারদের ভরসার স্থল হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি এমন দাবী সর্বস্তরের তৃণমূল ভোটারদের।

অন্যদিকে সকাল ১১টার দিকে শিরবির গ্রামের প্রাক্তন ওয়ার্ড আ.লীগ সভাপতি মোন্তাজ আলী, আ.লীগ নেতা মন্নাক ফকির, স্বামী পরিত্যক্তা ফাতেমা খাতুন, বিধবা মোমেনা খাতুন, রেজিয়া খাতুনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল পেয়ে স্বামী পরিত্যক্তা ফাতেমা খাতুন বলেন, আল্লাহ আমাগোর দিকে ছাইচে, আল্লাহ যেন শেখ হাসিনাকে আরো বাঁছাইয়া রাখে। উনার একনিষ্ট কর্মী বিরিশিরি ইউনিয়নে চেয়ারম্যান হইবো,আমগো খুব খুশি লাগতেছে। উনি চেয়ারম্যান হইলে, আমগোর দিন বদলে যাইবো।

বিধবা রেজিয়া খাতুন খুশিতে বলেন, আমার স্বামী গেছে ১৫ বছর হইলো। সরকারি কোন সুবিধা আমি পাইনা। আমাগোর সন্তান একটি কম্বল দিল। আমি শান্তিতে শীতটা কাটাইতে পারমো। আল্লাহ তোমার মনের আশা পুরণ করবো।

জানতে চাইলে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওয়ালী হাসান তালুকদার সাংবাদিকদে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ যার যা কিছু আছে, সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াও। আমি সেই মন্ত্রে দিক্ষিত হয়ে শীতার্ত অসচ্ছল, প্রতিবন্ধি, বিধবা ও স্বামী পরিত্যত্তাদের পাশে থাকার চেস্টা করছি। আমি মানুষের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছি। এ ধারা অব্যাহত রাখতে আসন্ন ৪ নং বিরিশিরি ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করছি আমার নেত্রী আমাকে দলীয় নমিনেশন দিয়ে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিবেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়