ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে চট্টগ্রাম বন্দর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ২৬ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মনোবল চাঙা রেখে ও স্বাস্থ্যবিধি মেনে নিরলস কাজ করার আহ্বান জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

রোববার ১৩৪ তম বন্দর দিবসে জাতীয় পতাকা উত্তোলনকালে এ আহ্বান জানান তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, সরকার ঘোষিত লকডাউন চলাকালে দেশের সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২৪ ঘণ্টা সাতদিন কাজ করে যাচ্ছেন। এ জন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

এদিন বন্দর ভবন চত্বরে বন্দরের পতাকা উত্তোলন করেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম। করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বন্দরের সদস্য, বিভাগীয় প্রধান ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

১৮৮৭ সালে পোর্ট কমিশনার্স অ্যাক্ট প্রণয়ন করে ব্রিটিশ সরকার। ১৮৮৮ সালের ২৫ এপ্রিল তা কার্যকর হয়। তখন থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চট্টগ্রাম বন্দর। এরপর থেকে প্রতি বছরের ২৫ এপ্রিল বন্দর দিবস উদযাপন করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়