ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোনার মদনে নৌ দুর্ঘটনা রোধে মতবিনিময় ও সুরক্ষা সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ১৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনা মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১১টায় উচিতপুর পর্যটন কেন্দ্রে হাওর অঞ্চলে নৌ দুর্ঘটনারোধে নৌ যান চালক, মালিক, ইজারাদারগণের সাথে মতবিনিময় ও নৌ যান শ্রমিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লাহ, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ কদ্দুস, ঘাট ইজারাদার লাহুত মিয়া, ট্রলার মালিক মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মদন ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক সহ স্হানীয় জনপ্রতিনিধিগণ। অনুষ্ঠানে ট্রলার চালকদের মাঝে লাইফ জ্যাকেট ও জীবন রক্ষাকারী বয়া প্রদান করা হয়।

অনুষ্টানে বক্তারা নৌ দুর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তারা প্রশাসন কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মপরিকল্পনা যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানান।

উল্লেখ্য, গতবছর ৫ই আগষ্ট মদন উচিতপুর ঘাটে মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ১৮জন মাদ্রাসা শিক্ষক ও ছাত্র এবং গতবছর ১০ই সেপ্টেম্বরে কলমাকান্দার হাওরে নৌ দুর্ঘটনায় ১৪জন যাত্রীর মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়