ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফুলপুরে লকডাউন বাস্তবায়নে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মতৎপরতা বৃদ্ধি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২৯ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, আগামী তিনদিন সীমিত আকারে লকডাউন পালিত হবে।

আগামী বৃহস্পতিবার থেকে কড়া লকডাউনের বিষয়ে সরকার শীঘ্রই নির্দেশনা দিচ্ছে।

তিনি বলেন, লকডাউন বাস্তবায়নে কোন ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে আমরা টহল দেওয়া শুরু করেছি।

সোমবার দুপুরে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর, আঞ্জুমান সুপার মার্কেট এলাকা, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা ব্রিজ মোড় ও বালিয়া মোড়সহ উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দেওয়া হয়। এ সময় যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ জন পথচারী ও চালককে ১০ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়