ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বারহাট্টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ গোষ্ঠি প্রশিক্ষণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ১১ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার বারহাট্টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ গোষ্ঠি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র নৃ গোষ্ঠি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়াউর রহমান।

এছাড়াও নেত্রকোণার অতিরিক্ত পরিচালক (পি.পি) মোঃ ওমর ফারুক, সিনিয়র মনিটরিং অফিসার মোঃ নাজমুল আহসান, উপজেলা কৃষি অফিসার মোহাইমিনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার উচ্ছ¡াস পাল ও মোঃ ওবায়দুল ইসলাম খান অপু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মোঃ জিয়াউর রহমান জানান, ক্ষুদ্র নৃ গোষ্ঠির অগ্রসর নিশ্চিত করার এ প্রশিক্ষণ একটি সুন্দর কার্যক্রম।

সরকারের এই উদ্যোগে কৃষি বিভাগ স্বাগত জানায়। ভবিষ্যতেও এই সকল অনগ্রসর গোষ্ঠিকে কৃষি সেবা এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানান। এ প্রশিক্ষণে অন্যান্য বক্তারা মাটি ব্যবস্থাপনা, জৈব সার উৎপাদন ও ক্ষুদ্র কুটির শিল্পের উপর দিনব্যাপী গঠন মুলক বক্তব্য রাখেন।

এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠির নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়