ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভৈরবে প্রধানমন্ত্রীর সহায়তা পেলো ৭০০ হতদরিদ্র পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে করোনায় কঠোর লকডাউনে কর্মহীন ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৭০০ কর্মহীনদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আলম দানিছ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, কোভিড-১৯ এর কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে অনেক হতদরিদ্র পরিবার। কোভিড-১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতিপালন করতে গিয়ে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিজনকে ৫০০ টাকার মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন ও আগানগর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ইউনিয়নে ৭০০ পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর এ সহায়তা পৌর শহরেও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়