ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ময়মনসিংহে করোনায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ১২ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনার ভয়াবহ ঝুঁকি মোকাবেলা, স্বাস্থ্য বিধি সুরক্ষা ও সংক্রমনরোধে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক, সেনিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি রবিবার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবের আনুষ্ঠানিক ভাবে মাস্ক, সেনিটাইজার ও সাবান বিতরণ উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। করেনা সারা বিশ্বই দ্বিতীয় দফা কঠোরভাবে হানা দিয়েছে। মাস্ক পড়া, কিছুক্ষণ পর পর হাত ধোয়া সহ সচেতন হতে হবে। উদাসীন হয়ে নিজের এবং পরিবারের ক্ষতি ডেকে না আনতে তিনি সকলের প্রতি আহবান জানান।

এ সময় ময়মনসিংহ জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি, মুক্তাগাছা পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট বদর উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর আবুল কালাম, আব্দুর রাজ্জাক, আমজাদ আলী, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হুমি, কৃষক লীগ নেতা আরিফ রব্বানী ও যুবলীগ নেতা মাহবুব আলম মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়